নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক, চোরাচালান ও চাঁদাবাজী ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপকর্মের সঙ্গে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর)বিকেলে নাজিরপুর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সদক প্রদক্ষিন করে। মিছিল থেকে মাদক, চোরাচালান ও চাঁদাবাজী বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমাছ রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খাইরুল খান, সদস্য সচিব মো. সাদেক মিয়া, দুর্গাপুর সরকারি কলেজ শাখার সাবেক আহবায়ক মো. আমিনুল তালুকদার প্রমুখ।
এ প্রসঙ্গে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মাদক- চোরাচালানের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে অটল। এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মাদক চোরাকারবারিদের ধৃত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।