হবিগঞ্জের বানিয়াচঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের যুব-সংগঠনের আয়োজনে স্থানীয় বাগাহাতা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যান্ত চলে প্রতিযোগিতা। প্রতিবছরের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।
নৌকা বাইচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে শিশু-কিশোর থেকে শুরু করে নারী পুরুষসহ সব বয়সের হাজার হাজার দর্শক ভিড় করেন বাগহাতা নদীর দুই পাড়ে। তাদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে উঠে নদী এলাকা।
প্রতিযোগিতা শেষে কাগাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম তালুকদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থানের মাঝিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের নৌকা। দ্বিতীয় স্থান অর্জন করে টঙ্গীরঘাট গ্রামের নৌকা ও তৃতীয় পুরস্কার অর্জন করে আয়োজক কমিটির নৌকা।
আয়োজক কমিটির সভাপতি মাইন উদ্দিন জানান, আমরা প্রতিবছর বিনোদনের জন্য নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করি। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা নৌকার মাঝিরা অংশগ্রহণ করেন। আমাদের আশা, আগামী বছর আরও বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।