দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ধলাই নদীকে পুনর্জীবিত করতে শুরু হয়েছে কুচুরিপানা পরিষ্কার কার্যক্রম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে ও নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কুচুরিপানায় ভরাট হয়ে নদীটি ব্যবহার অনুপযোগী ও নদীর পানি প্রবাহরে গতি ব্যহত হয়ে পড়েছিল।

স্থানীয়রা জানান, নদী পরিষ্কার হওয়ায় এখন থেকে তারা স্বাচ্ছন্দ্যে নদীকে নানা কাজে ব্যবহার করতে পারবেন।

‎স্থানীয় বাসিন্দারা বলেন, রনি ভাইয়ের এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার জন্য আমরা আবার নদীকে কাজে লাগাতে পারছি।

বিএনপি নেতা রনি খান নিজেও এ পরিস্কার অভিযানে নামেন এবং বলেন, আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে। ধলাই নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নেত্রকোনা স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক ও মো. আরিফুল ইসলাম সরদার জানান, সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ নদীর প্রায় দেড় কিলোমিটার ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকলে নদী আবারও জেলেদের মাছ ধরার উপযোগী হয়ে উঠবে। তিনি রনির এই মহৎ কাজকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

‎সবুজ প্রকৃতি ও পরিষ্কার নদীর প্রত্যাশায় নেত্রকোনায় নদী রক্ষার এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version