ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাটি গ্রামের কৃতি সন্তান মো. মেহেদি হাসান (পিতা মো: ইউনুচ হাওলাদার, মাতা: মাকসুদ বেগম), পড়াশোনার পাশাপাশি মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাত্র ৪ বছরে তিনি বিভিন্ন রোগীর জন্য রক্তের যোগান নিশ্চিত করেছেন মোট ৩৩০০ ব্যাগ ব্লাড। বর্তমানে তিনি অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।
তার মানবিক যাত্রার শুরুটা হয়েছিল এক ভিন্ন অভিজ্ঞতা দিয়ে। পা ভেঙে দীর্ঘদিন ঘরে বসে থাকার সময় থেকেই মানুষের জন্য কাজ করার চিন্তা তার মনে জন্ম নেয়। পরে তার বন্ধু সজিবের সাথে পরামর্শ করে তারা দুজনে মিলে এই মহৎ উদ্যোগ শুরু করেন।
আজ সেই ছোট্ট উদ্যোগ আরও বিস্তৃত আকার ধারণ করেছে। বর্তমানে মেহেদির সাথে ১০ জন কো-অর্ডিনেটর কাজ করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ইমরান, রিফাত, সালমান, সিফাত, সাকিল, সাব্বির, বাপ্পি হাসান, আলামিন শুভ, রবিউল ইসলাম এবং শাওন হাওলাদার।
মেহেদি বর্তমানে স্বেচ্ছাসেবক ব্লাড ডোনেশন টিম, ইয়ুথ মুসলিম কমিউনিটিসহ আরও কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করছেন।
মো. মেহেদি হাসান বলেন,মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারাটাই আমার সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ, সামনে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই।”
তিমিরকাটি গ্রামের এই তরুণ ও তার টিমকে ঘিরে এখন চারপাশে ইতিবাচক আলোচনা চলছে। স্থানীয়দের বিশ্বাস, এ ধরনের তরুণদের হাত ধরেই সমাজে মানবিকতার আলো ছড়িয়ে পড়বে।