বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে এই সেবাগুলো উদ্বোধন করা হয়।
নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো, ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ।
বর্তমানে বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে তাদের নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় সংস্থার সংখ্যা ৪৭টি ও সেবার সংখ্যা হলো ১৪২টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে।’
তিনি আরো জানান, বিডা-বেজাসহ সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকে সব আইপিএ’র সেবা প্রদান সম্ভব হবে। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করেন।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি মন্ত্রণালয়ের সেবা শতভাগ ডিজিটালাইজ করা হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি মিউটেশন এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় স্বার্থে বিনিয়োগকারীদের সর্বোচ্চ দ্রুততায় সেবা দিতে চাই।
আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে হবে এবং জনগণকে সেবার ফি সম্পর্কে অবহিত করতে হবে, যাতে তারা হয়রানির শিকার না হন কিংবা কোনো তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান এবং বিডা’র মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডা’র উপপরিচালক আবু মুহাম্মদ নূরুল হায়াত টুটুল।
অনুষ্ঠানে বিডা’র নির্বাহী সদস্যবৃন্দ, মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।