নিজস্ব প্রতিবেদক: গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ নেত্রকোনা জেলা কমিটি’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলায় কাইলাটি ইউনিয়নের বটতলা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে মো. আমিনুল ইসলাম আলী নূরের সভাপতিত্বে এবং দেলোয়ার মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ওই সংগঠনের মহাসচিব মো. নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) আকামল।
বিশেষে অতিথি বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক জাহাঙ্গীর আলম মিলন, কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মো. মিলাদ আহমেদ, কাইলাটি ইউনিয়ন চেয়ারম্যান মো নাজমুল হক।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কাইলাটী ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনাম আহম্মেদ, মেদনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাকিম বেপারী, ওই সংগঠনের নেত্রকোনা শাখার যুগ্ম-সম্পাদক ইমরান আকন্দ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ঝুমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ও জঙ্গী মুক্ত দেশ গঠনে মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। নিজ স্বার্থকে পেছনে ফেলে সমাজের ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিবেশ সংরক্ষণ ও দেশ প্রেমে অটুট থাকার আহবান জানাতে হবে। মানবাধিকার কর্মীদের মাধ্যমে এগিয়ে যাবে এ ধরনে
র মহৎ কার্যক্রম।
আলোচনা শেষে উপজেলা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং ২০ জন দুঃস্থ পরিবারের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে ও বিশুদ্ধ পানি উ্ত্তোলনের সুবিধার্থে সাত জনকে সাবমারজিবল পাম্প বিতরন করা হয়েছে বলে জানান বক্তারা।
এরআাগেও ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ৩৪টি পারিবারের মাঝে ঘর বিতরণ করেছে।