এশিয়া কাপ ২০২৫ এ নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কাগজে-কলমে বাংলাদেশ শক্তিশালী হলেও, প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাবধানী ও বাস্তবধর্মী বার্তা দিয়েছেন টাইগার অধিনায়ক।
২০১৪ সালের চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে সেই ঐতিহাসিক হারের দুঃস্মৃতি এখনো স্মরণে লিটনের। তাই আবারও কোনো অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি চান না তিনি।
লিটন বলেন, “ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য ম্যাচ জয়।”
সংযুক্ত আরব আমিরাতের প্রচণ্ড গরম নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। যদিও তিনি স্পষ্ট করে জানিয়ে দেন এই গরম কোনো অজুহাত নয়।
লিটনের জানান, “আমাদের অধিকাংশ খেলোয়াড়ই এর আগেও এই কন্ডিশনে খেলেছে। গরমটা সবার জন্যই সমান। তাই প্রস্তুতি এবং মনোযোগ রাখতে হবে শতভাগ।”
তিনি আরও যোগ করেন, ম্যাচ ডে’তে খেলোয়াড়দের শারীরিক সতেজতা ধরে রাখতে অনুশীলনের সময় সীমিত রাখা হবে।
সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশ টপ অর্ডার ব্যাটাররাই রান তুলেছেন নিয়মিত, তাই মিডল অর্ডারকে খুব একটা পরীক্ষা দিতে হয়নি। তবুও তাদের প্রতি পূর্ণ আস্থা রাখছেন লিটন দাস।
তিনি বলেন,“আমি বিশ্বাস করি, যখনই চাপ আসবে, মিডল অর্ডার সেটি সামাল দিতে পারবে। তারা অতীতেও তা করেছে, এবারও পারবে।”
টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারার দক্ষতা বাড়তি সুবিধা ঠিকই, কিন্তু ম্যাচ জিততে হলে দরকার ম্যাচের পরিস্থিতি বুঝে খেলা এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, “ছক্কা মারতে পারা অবশ্যই ভালো, তবে প্রতিটি ম্যাচ শুধু ছক্কা মেরে জেতা সম্ভব নয়। মাঠের আকার, প্রতিপক্ষ, ম্যাচের অবস্থা সবকিছু বিচার করে স্মার্ট ক্রিকেট খেলতে হবে।”
আফগানিস্তান ইতোমধ্যেই হংকংকে ৯৪ রানে হারিয়েছে। ফলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে লিটন জানালেন, অযথা ঝুঁকি নিয়ে ম্যাচ হারানো যাবে না। “রান রেট অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেটি পরে দেখা যাবে। প্রথম লক্ষ্য জেতা। এরপর পরিস্থিতি বুঝে প্রয়োজনে লক্ষ্য বদলানো হবে,” বলেন তিনি।
হংকংয়ের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা নয়, নিজেদের খেলার দিকেই বেশি নজর রাখতে চান লিটন।