স্টাফ রিপোর্টার :
তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সুনামগঞ্জের তরুন বিতর্কিকদের সাথে ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখায় তারুণ্যের উত্সব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। তরুনদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বিষয়ে অবহিতকরন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা ছিল এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।
“গ্রাহক সেবাপক্ষ” নামে এ আয়োজনটি ০১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণী পেশার তরুনদের নিয়ে এ অনুষ্ঠানটি চলমান থাকবে। এতে আলোচ্য বিষয়সমুহের মধ্যে ছিল ১. আর্থিক খাতের সেবাসমুহ (ব্যাংকিং প্রোডাক্ট) ২. ডিজিটাল আর্থিক সেবা ৩.ব্যাক্তিগত অর্থ ব্যাবস্থাপনা ৪.সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা ৫.ঋন ও বিনিয়োগ ৬.উদ্যোক্তা উন্নয়ন ৭. টেকসই উন্নয়ন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবা জান্নাত। মুল বক্তব্য উপস্থাপন করেন ডাচ্ বাংলা ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার ব্যাবস্থাপক জনাব মোহাম্মদ গোলাম আজাদ। অনুষ্ঠানে তরুন বিতার্কিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আল মাহমুদ আতিফ, আপত্য নারায়ণ রিজু, শুভজিত শান, প্রঞ্জল চক্রবর্তী, ফারিহা জামান নিহা, তাসনিম আরা তৃপ্তি, তানজিলা জান্নাত প্রভা, পুস্পিতা মৈত্র পিউ, অপর্না দে শ্রেয়া প্রমুখ।