দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বর্ণাঢ্য আয়োজনে নড়াইলের কালিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল আর শ্লোগানে উপজেলা সদর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কলেজ মোড় বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি এম নাগিব হোসেন, বিএনপি নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ।

প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

আরও বক্তব্য দেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী মণ্ডল, সাবেক ছাত্রনেতা এম রবিউল ইসলাম সাগর, কালিয়া পৌর বিএনপির সেক্রেটারি সেলিম রেজা ইউসুফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাহীনুর ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা। তিনি গণতন্ত্রকে উন্মুক্ত করে মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে দেশে সবুজ বিপ্লব ঘটিয়েছেন। সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা দল বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লাটফর্ম।

অনুষ্ঠানে যোগ দেয়া নেতা-কর্মীদের মধ্যে বিএনডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version