দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ‘‘তারাব উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন’’ এর উদ্দ্যেগে দুর্গাপুর উপজেলায় ২০২৫ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় ৩৭জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

তারাব উদ্দিন তালুকদার স্মৃতি বৃত্তি পদক অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ, চিন্তক ও সংস্কৃতিজন অধ্যক্ষ শহীদুল্লাহ খান ও দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, তারাব উদ্দিন তালুকদার এর কন্যা আছিয়া বারি খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও আফরোজা আফসানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রধান শিক্ষক মো. মোক্তার উদ্দীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক এম এ জিন্নাহ্, ইতিহাসবিদ ও চিন্তক আব্দুল্লাহ আল মামুন মুকুল, সমাজসেবক মো. রফিকুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার আলী আকবর তালুকদার মিয়া, প্রভাষক ও সাংবাদিক মো. তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক ইয়াকুব আলী নওয়াব, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, তারাব উদ্দিন তালুকদারের ছেলে শাফিউল ইসলাম তালুকদার প্রমুখ।

আলোচনা উপজেলা বিভিন্ন বিদ্যালয় থেকে ৩৭জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট, শিক্ষাসামগ্রী ও নগদ টাকা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তারা বলেন, জীবনে ভালো ফলাফল অর্জনই ভালো কিছুর প্রত্যাশা করে। বিগত দিনেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্ত আজকের আয়োজন ছিলো একটু ভিন্নধর্মী। তারাব উদ্দিন তালুকদার স্মৃতি বৃত্তি পদক, শিক্ষার্থীদের মাঝে ভালো ফলাফল তৈরী করতে উৎসাহ যোগাবে।

তারাব উদ্দিন তালুকদারের আমেরিকা প্রবাসী ছেলে হাবিবুল ইসলাম তালুকদার বলেন, বাবার নামে স্মৃতি ফাউন্ডেশন গঠনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সম্পুর্ন খরচ চালানোর দায়িত্ব সিবেন তিনি। এ বৃত্তি এইচএসসি পর্যায় পর্যন্ত রাখা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version