রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত শিশু ইরফান আলী বাবুর (১১) পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে একটি নতুন ভ্যান প্রদান করা হয়েছে। গত ২৭ জুলাই সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান আলী বাবু বাবার পুরনো ভ্যান নিয়ে বুড়িরহাট বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
পরিবারের আর্থিক সংকট মেটাতে সাহায্য করার উদ্দেশ্যে এই ছোট্ট ছেলেটি ভ্যান চালাতে বেরিয়েছিল, কিন্তু সেই দিন সে আর বাড়ি ফিরে আসেননি। ভ্যান ছিনতাইকারীদের হাতে নৃশংসভাবে হত্যা হয় । পুলিশের তদন্তে জানা যায়, ছিনতাইকারীরা ভ্যান চুরির উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে।
পরে র্যাব-১৩-এর অভিযানে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। ইরফানের বাবা, ভ্যান চালিয়ে সংসার চালাতেন, ছেলের মৃত্যু এবং ভ্যান হারানোর পর চরম অর্থনৈতিক সংকটে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনের উৎস ছিল সেই ভ্যান, যা ছিনতাইকারীরা নিয়ে যায়। এই পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিক এবং সমাজসেবীদের উদ্যোগে সহযোগিতার হাত বাড়ানো হয়। ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে পরিবারের জন্য সাহায্য চাওয়া হয়।
এই প্রেক্ষাপটে তারাগঞ্জ উপজেলা প্রশাসন এগিয়ে আসে এবং পরিবারকে একটি নতুন ভ্যান উপহার দেয়। ইরফানের বাবা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু প্রশাসনের এই সাহায্য আমাদের নতুন করে বাঁচার শক্তি দিয়েছে। এখন অন্তত সংসার চালানোর একটা উপায় হলো।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, “এই পরিবারটি একটি ভয়াবহ ট্র্যাজেডির শিকার। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে চাই। নতুন ভ্যানটি তাদের জীবিকা নির্বাহে সহায়তা করবে এবং শোক কাটিয়ে উঠতে সাহস যোগাবে।”