দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৮ আগষ্ট) বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জামির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রইছ উদদীন, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড.আঞ্জুমান আরা।

আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের প্রধান পৃষ্ঠপোষক সহকারী প্রক্টর ড. নাঈম আক্তার সিদ্দিক, যিনি ছাত্রদের সার্বিক উন্নয়ন ও নেতৃত্ব গঠনে ভূমিকা রাখছেন নিয়মিতভাবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের দিক নির্দেশনা দেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দায়িত্বশীল, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। উল্লেখ্য, পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version