নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. গোলাপ হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আসামি মো. গোলাপ হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত এ রায় প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী-খাল ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এতে পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।