ইবি প্রতিনিধি:
অর্ডিন্যান্স পাস হয়ে গেলেই নভেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (২৫ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে উপাচার্যের সভাকক্ষে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদ বা ইকসুর কোনো উল্লেখ নেই। তাই এ সপ্তাহের মধ্যে ইকসু গঠনের জন্য ছাত্র-শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনতন্ত্র পর্যালোচনা করে ইকসুর খসড়া গঠনতন্ত্র তৈরি করবে। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে পাস করে ইউজিসিতে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘ইউজিসির দ্রুত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি গিয়ে তাদের সাথে আলোচনা করবে। ইউজিসি অনুমোদন দিলে এটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে খসড়াটি অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনের অর্গানমে অন্তর্ভুক্ত হবে। অর্ডিন্যান্স আগামী নভেম্বরের মধ্যে পাস হলেই, শিক্ষার্থীরা চাইলে ১৫ দিনের মধ্যে ইকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া সাজিদ হত্যা তদন্ত ও জুলাই বিরোধীদের বিচার প্রক্রিয়াধীন বলে জানান এবং বিশ্ববিদ্যালয়ের নাম ও লগো সম্বলিত ভুয়া পেইজগুলো বন্ধের এবং অপপ্রচার চালানো এডমিনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।’
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং মুভমেন্ট ফর ইকসু প্ল্যাটফর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ইকসু গঠনে শিক্ষার্থীরা দুইদিন ধরে নিজেদের মধ্যে আলোচনা করে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্ম তৈরি করে। রবিবাব তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে ‘প্রচার-প্রচারণা ও জনসংযোগ’ কর্মসূচি পালন করেন।