দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মৌলভীবাজার প্রতিনিধি:

সারদেশব্যাপি টাইফয়েড টিকাদান কর্মসূচির ধারাবাহিকার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে (ইপিআই) আওতায় আগামী ১২ই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম। এতে ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুকে এক ডোজের ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। এরমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং টিকাদান কার্যক্রম শুরুর আগে পর্যন্ত নিবন্ধন চলমান থাকবে।

সোমবার (২৫শে আগস্ট) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা ডা. সিনথিয়া তাসনিম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলায় ৯০ হাজার শিশু কিশোর-কিশোরীদের ২৭০টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর পরবর্তী আট দিন ইপিআই সেন্টারে গিয়ে স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের টিকা নেওয়ার সুযোগ থাকবে। যেসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা দানের উপযুক্ত। এ ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে।’

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শারমীন আক্তারসহ আরোও অনেকে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সিস্টেমিক সংক্রমণ। সাধারণত দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে এটি ছড়ায়। উপসর্গের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে উপসর্গ অস্পষ্ট থাকায় অনেক সময় এটি অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়। একারনে এ টিকাদানে সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version