নিজস্ব প্রতিবেদক: অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
রবিবার (২৪ আগস্ট)দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসুচী শেষ হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীবৃন্দ।
বক্তারা বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে, দেশীয় মাছ রক্ষণাবেক্ষণ ও চাষ করতে হবে। ডিম ওয়ালা মাছ যেনো কেউ না ধরে সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।