দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ববি প্রতিনিধি:

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নারী শিক্ষার্থীদের জন্য একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি প্রকাশ্যে আসে। যদিও ক্যাম্পাসে গত বছরের ১১ আগস্ট থেকে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবুও সংগঠনটি নিজস্ব ব্যানারে চিকিৎসাসেবা কর্মসূচি এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রকাশ্যে কার্যক্রম চালায়।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের লাইনে দাঁড়িয়ে সেবা নিতে দেখা গেছে। মেডিকেল ক্যাম্পে তিনটি পৃথক কর্নারের মাধ্যমে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়- হেলথ চেকআপ কর্নার, গাইনি বা প্রজনন স্বাস্থ্য কর্নার এবং মানসিক স্বাস্থ্য কর্নার। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রীসংস্থার নেত্রী মুক্তা ইশরাত জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে আবেদনপত্র দিয়েছি। লিখিত অনুমতি না দিলেও তিনি মৌখিকভাবে আমাদের প্রোগ্রামের অনুমতি দিয়েছেন।”

তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উপকারে আসবে এমন নানা কার্যক্রম চালিয়ে যাব।” বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ববিতে ইসলামী ছাত্রীসংস্থার বর্তমানে ৪র্থ কমিটি কার্যক্রম চালাচ্ছে। তবে এ পর্যন্ত কোনো কমিটিই প্রকাশ করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, “তিনি এই কর্মসূচির বিষয়ে অবগত ছিলেন না। জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তবে, রাজনৈতিক ব্যানার ছাড়া সামাজিক কাজ করতে কোনো বাধা নেই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “কিছু শিক্ষার্থী তার কাছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার জন্য মৌখিক অনুমতি চেয়েছিল। তিনি তাতে সম্মতি দিয়েছিলেন, তবে তারা যে রাজনৈতিক ব্যানারে এই আয়োজন করবে, সে বিষয়টি তিনি জানতেন না।“

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version