দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

শিল্প সংগঠন ‘আর্ট ডাইমেনশন’ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম শিল্প অভিযান। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত শিল্পীরা বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশে একত্রিত হয়ে প্রকৃতি ও পরিবেশকে নতুনভাবে উপলব্ধি করেন এবং নিজেদের ক্যানভাসে তা তুলে ধরেন।

অভিযানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রওশন হাবিব, রতন রায় ও ফরহাদ আলী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শান্ত আহমেদ ও সৌরভ বনিক; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসেন, নাইম মৃধা ও হৃদয় হোসেন; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরিফ বাচ্চু ও সোহানুর রহমান; ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)-এর শুভ্র তালুকদার ও প্রীতম চৌধুরী এবং ঢাকা আর্ট কলেজের মেহেদী হাসান ও প্রদীপ সরকার। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিল্পী এতে অংশ নেন।

অভিযানে অভিজ্ঞতা সম্পর্কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী আরিফ বাচ্চু বলেন, “আমরা জাহাঙ্গীরনগরে এসে এখানকার মনোমুগ্ধকর প্রকৃতি ঘুরে দেখেছি। সেখান থেকে শিল্প সৃষ্টির নতুন চিন্তা ও অনুপ্রেরণা পাচ্ছি এবং আমাদের ক্যানভাসে তা ফুটিয়ে তুলতে চেষ্টা করছি।” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসেন বলেন, “আমরা সবাই মিলে সারাদিন ছবি আঁকছি, আলোচনা করছি এবং একে অপরের কাজ দেখে অভিজ্ঞতা অর্জন করছি। এর মাধ্যমে আমাদের নতুনভাবে চিন্তা করার সুযোগ তৈরি হচ্ছে।”

‘আর্ট ডাইমেনশন’ বাংলাদেশের একটি শিল্প সংগঠন। সংগঠনটি শিল্প সৃষ্টি ও শিল্প প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে কাজের ক্ষেত্র প্রসারিত করার পাশাপাশি শিল্পের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক অসামঞ্জস্য তুলে ধরে এবং সর্বস্তরের মানুষকে শিল্পচর্চায় অনুপ্রাণিত করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version