নিজস্ব প্রতিবেদক:
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, ইবতেদায়ি শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ শে আগস্ট) রাজধানী উত্তরার জমজম কনভেনশন হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসাটির ইবতেদায়ী শাখার এসিস্ট্যান্ট কো অর্ডিনেটর মো. সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় এবং কো-অর্ডিনেটর মুহিবুল্লাহ ফয়সালের ব্যবস্থাপনায় দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ জহির উদ্দিন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল উদ্ভোধনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর প্রিন্সিপাল ড. হিফজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব ড.শহিদুল ইসলাম বারাকাতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক
(প্রিন্সিপাল,হলি চাইল্ড স্কুল & কলেজ),
মাওলানা আনম মাইনুদ্দিন সিরাজী, প্রিন্সিপাল, মুহাম্মাদিয়া আরাবিয়া ফাজিল মাদ্রাসা, বাসাবো, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মাহমুদুল হাসান ফেরদাউস, ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব নুরুল আমিন, তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা,গার্লস শাখার প্রিন্সিপাল ড. আনিসুর রহমান, তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, আল আরকাম শাখার প্রিন্সিপাল সাইফুল্লাহ ফয়সাল, তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, অনাবাসিক শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শহিদুল ইসলাম, তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা,ইবতেদায়ী শাখা প্রধান কামাল হোসাইন, শাখা প্রধান আনিসুর রহমান, তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, ১০ নম্বর সেক্টর শাখা প্রধান আতিকুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ফাউন্ডেশন ও বিভিন্ন শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মেহমানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মেধা বিকাশ ও যোগ্যতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, অভিনয়সহ বাংলা, ইংরেজি ও আরবিতে বক্তৃতা প্রদান করেন তারা।