আর্থিকভাবে অসচ্ছল এক কলেজ শিক্ষার্থীর ফরম পূরণ করে দিয়েছেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রাকিব আহম্মেদ ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ওই ছাত্রের ফরম পূরণের অর্থ সহায়তা দেন তিনি।
ছাত্রদল নেতা রাকিব আহম্মেদ বলেন, নিজের সাধ্য যতটুকু আছে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। টাকার অভাবে শিক্ষা জীবন শেষ হয়ে যাবে এটা জানতে পেরে তার ফরম পূরণের ব্যবস্থা করেছি।
ওই শিক্ষার্থী জানান, সমস্যার কারণে ফরম পূরণ করতে পারছিলাম না। কলেজ ছাত্রদলের রাকিব ভাই খোঁজ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন।আমার পরীক্ষার ফরম পূরণের ব্যবস্থা করেছেন।তা নাহলে আমার লেখাপড়া বন্ধ হয়ে যেতো।