গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় বিপুল পরিমাণ রেক্টিফায়েড স্পিরিটসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার ১৭ আগস্ট উত্তর ফলিয়া গ্রামের বালাসীঘাট গামী সড়কে অভিযান চালানো হয়।
অভিযানে আটক যুবক,ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬), গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো.জুয়েল ইসলামের নেতৃত্বে এএসআই মো.মোস্তাফিজার রহমান,কনস্টেবল জুলফিকার রহমান,হাসান আলী, সোলায়মান গনি ও মাহাতাব উদ্দিন সমন্বয়ে একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে তল্লাশিকালে দুলাল মিয়ার চালিত ব্যাটারিচালিত অটোরিকশা পৌরসভা লাইসেন্স নম্বর-১২৬ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা মোট ১৩০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়। এসময় অটোরিকশা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী উদ্ধারকৃত স্পিরিট ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুলাল মিয়াকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।