‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় র্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিকে পুরস্কার ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত সিকদার,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রী।
দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ১৮ থেকে ২৪ আগস্ট দেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হবে।