নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় বালু জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে বিশরপাশা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাবুল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
পরে জরিমানার অর্থ আদায় করে ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না, এই মর্মে মুচলেকা নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। এসময় তার নৌকা থেকে প্রায় ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. শাহীদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।