নিজস্ব প্রতিবেদক: “শোষণ, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্যের সমাজ কায়েম কর”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১৭তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে শুক্রবার বিকেলে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।
প্রথম অধিবেশন বিকাল ৩টার দিকে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য শরীয়ত উল্লাহ। নেত্রকোনা জেলা কমিটির সহ-সম্পাদক কোহিনূর বেগমও উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ এবং নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায়, শোষণ-বৈষম্যহীন সমাজ গঠন এবং শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রথম অধিবেশন শেষে সন্ধ্যার আগে একটি লাল পতাকার মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ।
পরে রাত ৮টার দিকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে আগামী দুই বছরের জন্য নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। সভাপতি পদে মো. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মৃত্যুঞ্জয় তালুকদার নির্বাচিত হন।