দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান পূর্বপাড়া গ্রামের চৈয়পুরী এলাকায় জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন স্থাপন করা হয়েছে। দীর্ঘ সাত বছরের ভোগান্তির পর অবশেষে তিন শতাধিক পরিবারের মুখে হাসি ফুটল। মাজেদ বাবু ফাউন্ডেশনের উদ্যোগে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যক্তিগত অর্থায়নে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে এই পাইপলাইন স্থাপন করা হয়।

জানা যায়, পানান পূর্বপাড়া গ্রামের চৈয়পুরী এলাকার বাসিন্দাদের জন্য বর্ষা মানেই ছিল সীমাহীন দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই প্রায় শতাধিক বাড়িতে পানি জমে যেত, যার ফলে আশেপাশের প্রায় তিন শতাধিক পরিবারের চলাচলেও বিঘ্ন ঘটত। রাস্তাঘাট ডুবে যাওয়ায় কাদা মাড়িয়ে যাতায়াত করতে হতো। বছরের পর বছর এই সমস্যা চললেও কোনো জনপ্রতিনিধির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নজরুল হক জানান, আমাদের এলাকার প্রায় ১০০ বাড়িতে পানি ঢুকে যায়, আমার নিজের বাড়িতেও একই অবস্থা। এতে প্রায় তিন শতাধিক পরিবারের মানুষ ভোগান্তিতে ছিল। গত সাত বছর ধরে এই সমস্যা চললেও কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।

আজ মাজেদ বাবু ভাই নিজের টাকায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে পাইপলাইন বসিয়ে দিয়েছেন। আমরা এলাকাবাসী তার কাছে চির কৃতজ্ঞ। উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি তার বক্তব্যে বলেন, মাজেদ বাবু ভাইয়ের এই মানবিক উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্যও। এই পাইপলাইন স্থাপনের ফলে এলাকাবাসী যে স্বস্তি পেল, তা অন্য কোনো প্রাপ্তির চেয়ে অনেক বড়। মাজেদ বাবু ভাই সবসময়ই মানুষের পাশে থাকেন। তার এই কাজ প্রমাণ করে যে তিনি সত্যিকারের একজন জনদরদি।

আমাদের দলের পক্ষ থেকে আমরা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। এই দুর্ভোগের কথা জানতে পেরে মাজেদ বাবু ফাউন্ডেশন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জলাবদ্ধতা নিরসনে ৬০০ ফুট পাইপলাইন স্থাপনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, একটি গ্রামের এতগুলো মানুষ বছরের পর বছর পানিবন্দী জীবন কাটাবে, এটা মেনে নেওয়া যায় না।

খবরটি জানার পর আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমি তখনই ভালো থাকব, যখন আমার ঈশ্বরগঞ্জের মানুষ ভালো থাকবে। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক নূরে আলম জিকু এবং জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন। এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version