দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপাচার্যের অফিস কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ল্যাপটপ কম্পিউটারের বাটনে ক্লিক করে নতুন ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে তিনি উদ্বোধন করেন।  এসময় উপাচার্য বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যেকোন প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম। প্রতিটি প্রতিষ্ঠানই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বে পরিচিতি লাভ করে।

আর বিশ্ববিদ্যালয়ের জন্য এর গুরুত্ব আরও বেশি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত, একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিক ইত্যাদি দিক দিয়ে কতটা সমৃদ্ধ তার প্রাথমিক ধারণা পাওয়া যায় ওয়েবসাইটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিয়ের ক্ষেত্রেও ওয়েবসাইটের ভূমিকা রয়েছে। তাই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি নতুনভাবে তৈরি করিয়েছি।’

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আলী আজগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোহসিনা সুলতানা ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আগে থেকে থাকলেও তা ছিল অত্যন্ত পুরনো ও আধুনিক সুবিধা সম্পন্ন নয়। ফলে নতুন ওয়েবসাইটটি আধুনিক সুযোগ-সুবধা সম্বলিত, তথ্য সমৃদ্ধ ও দৃষ্টি নন্দনভাবে তৈরি করা হয়েছে। তবে ওয়েব ঠিকানা অপরিবর্তীত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও দপ্তরের তথ্যগুলো এই ওয়েবসাইটে হালনাগাদ করার জন্য প্রত্যেক বিভাগ ও দপ্তরে একজন করে এডমিন দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তা আলাদাভাবে তাদের নিজ নিজ তথ্য হালনাগাদের জন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে আইডি ও পাসওয়ার্ড নিতে পারবেন। ওয়েবসাইটের সার্বিক তত্বাবধানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version