ইবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করেছে বিএনপিপন্থী সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল এবং পরে বৃক্ষরোপণ করা হয়।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম খতিব আশরাফ আলী খান। দোয়া শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে বৃক্ষরোপণ করেন তারা।
দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ.কে.এম মতিনূর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ইউট্যাবের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান। এছাড়াও ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রাকিব হাসান সাক্ষর, রোকনুজ্জামান, নকিবুল ইসলাম অঙ্কন, তৌহিদ, রায়হান, রিয়াজ, আলামিন প্রমূখ।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী আপামর প্রিয় ব্যক্তিত্ব, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার জন্মদিন আজকে। স্বৈরাচারী সরকারের আমলে তিনি কিভাবে নির্যাতিত হয়েছেন, এই ইতিহাস বলার অপেক্ষা রাখে না। তারপরও দেশ-মাতৃকাকে আঁকড়ে ধরে দেশের জন্যে গণতন্ত্রের প্রতীক হয়ে আছেন। সবার কাছে তার শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা তিনি করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ, আজকের এই দিনে আমরা প্রাণভরে উনার জন্য দোয়া করবো, যে আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন, অতিসত্বর সুস্থ করে দেন, যাতে করে বর্তমান ও আগামী দিনেও উনি দেশের জন্য কাজ করতে পারেন। অন্ততপক্ষে পলিসি মেকার হিসেবে এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি পরামর্শক হিসেবে ভূমিকা রাখতে পারেন।’
তিনি আরও বলেন, ‘পাশাপাশি উনি যাদের রক্তের বিনিময়ে মুক্ত হতে পেরেছেন।স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন ও শাহাদাত বরণ করেছেন তাদের সবার জন্য আমরা দোয়া করব।’