নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নেত্রকোণার দুর্গাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি অফিসে এই আয়োজন করা হয়।
এই দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল,সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক এম রফিকুল ইসলাম, পৌর বিএনপি;র সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং দলের অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।