দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়।

র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়, যেখানে দুপুরে আয়োজিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “তরুণরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা বিকাশে সরকার নিরলসভাবে কাজ করছে।” সভায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক জাফর ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ৮টি যুব সংগঠনকে সনদপত্র, ক্রেস্ট ও যুব পুরস্কার প্রদান করা হয়। দিবসের অংশ হিসেবে বিকেলে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে “শান্তি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা” শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, সুনামগঞ্জ সদর।

প্রতিযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর নাজমুল হুদা মিনা মডারেটরের দায়িত্ব পালন করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাঈদ, বাসস প্রতিনিধি আমিনুল হক, এবং যায়যায়দিন প্রতিনিধি সুলেমান কবির। বিপক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা শরিফা আনজুম ফাইজা। দলগতভাবে বিতর্কে অংশগ্রহণকারী ছিলেন: পক্ষ দল: অপর্ণা দে শ্রেয়া (দলনেতা), নাফিসা নূর (১ম বক্তা), ফারিহা জামান নিহা (২য় বক্তা)। বিপক্ষ দল: শরিফা আনজুম ফাইজা (দলনেতা), পুষ্পিতা মৈত্র পিউ (১ম বক্তা), ফাবিহা সুলতানা অনন্যা (২য় বক্তা)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর বর্ণা দাস। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, পিস অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সহকারী শিক্ষিকা মিফতাউল জান্নাত এবং হাবিবা খাতুন।

প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা। বক্তব্য রাখেন: আলী ইমরান, শবনম দৌজা জ্যোতি, ঝর্ণা আক্তার, আমজাদ হোসেন, লামিয়া খান, আমিনুল ইসলাম নিয়ন, সুমাইয়া আক্তার, হাবিবা আক্তার, শুভ মিয়া, মার্জিয়া খানম প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষপর্বে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রত্যাশায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন অংশগ্রহণকারীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version