স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক ২০২৫- ২৭ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার শহিদ জগৎজ্যোতি পাঠাগার মিলানায়তনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রদান করেন ভোটারগন। সভাপতি পদে জহিরুল ইসলাম ৫৩ ভোট পেয়ে বিজয়ী হন।
মোহাম্মদ আমিনুর রশিদ ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, মাহবুবুল হক ৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, মোহাম্মদ জাকারিয়া ৫৯ ভোট,মোহাম্মদ আব্দুল লতিফ ৫৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
মোমেনুজ্জামান চৌধুরী ৫৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হন।নির্বাহী সদস্য পদের মাজহারুল ইসলাম ৭০ ভোট, শিপন মিয়া ৫৪ ভোট, এনামুল হক ৫২ ভোট, মোহাম্মদ তুরাব আলী ৪৬ বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নির্বাচনী বোর্ড সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আবুল কাশেম।