দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনের সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি তুলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ:সভাপতি মো. মোহন মিয়া, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ. জামাল তালুকদারসহ অনেকেই।

এছাড়া সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ডাক্তার দিবালোক সিংহ এ কর্মসুচীতে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের একজন প্রতিবাদী সাংবাদিক। তাকে হত্যা করলেই সব কিছু শেষ হয়ে যাবে না। সারাদেশে আমরা তার লাখো ভাই এখনো বেঁচে আছি। আমরা যদি দেশের নাগরিক হই, তাহলে দেশেরও দায়িত্ব আছে এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার করার। চাঁদাবাজির ছবি তুলতে গিয়ে প্রাণ দিতে হলো তুহিনকে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

সারাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। সাগর-রুনী হত্যাকান্ডসহ অন্যান্য সাংবাদিক হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করে দেশে একটি দৃস্টান্ত স্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেস্টার কাছে জোর দাবী জানান বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version