নিজস্ব প্রতিবেদক: কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অন্যায্য দাবীর প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষকদের অংশগ্রহনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. বজলুল কাদের এর সভাপতিত্বে, শিক্ষক এম সাইফুল্লাহ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দুর্গাপুর প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক মাঝহারুল ইসলাম, আমিনুল ইসলাম, নাসরিন রহমান, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
দীর্ঘদিন পর প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা চালু করার জন্য, মাননীয় প্রধান উপদেস্টা মহোদয় কে ধন্যবাদ জানিয়ে শিক্ষকরা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ না দেয়ার জন্যই আমাদের এ মানববন্ধন। কারণ প্রাথমিক বিদ্যালয়ে স্বল্প আয়ের মানুষের সন্তানেরা পড়াশোনা করে। সেখানে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ূয়া শিক্ষার্থীদের সাথে বৃত্তি পরীক্ষায় অংশনেয়ার দাবী সম্পুর্নই অযৌক্তিক। আমরা সরকারি পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করছি। আর কিন্ডারগার্টেনের সিলেবাস সম্পুর্ন ভিন্ন। আমরা সবাই সচেতন থাকলে তারা কিছুতেই এই অন্যায় আবদার করতে পারবে না। প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে একটি মহল যে কুরুচিপুর্ন বক্তব্য দিয়েছেন, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।