জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।
জুলাই অভ্যুত্থানের স্মরণে ঝালকাঠির চার উপজেলায় নির্মাণ হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।
জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঝালকাঠি সদর, নলছিটি উপজেলা, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় পানির কর্নার নির্মাণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা , সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জুলাই যোদ্ধা ও তরুণ উদ্ভাবকরা উপস্থিত ছিলেন।
এই কর্নার থেকে মানুষ তাদের পিপাসা মিটানোর জন্য বিনা মূল্যে সুপেয় পানি পান করতে ও নিতে পারবেন।
এদিকে ঝালকাঠির তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূতি পালন উপলক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার নির্দেশনা ও গাইডলাইন অনুসরণকরে ঝালকাঠি জেলা পরিষদ ৩০টি আইডিয়া প্রস্তাব পায়। প্রাপ্ত আইডিয়াসমূহের মধ্যে মূল্যায়ন কমিটি চার উপজেলায় ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ স্থাপন আইডিয়া প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচন করে।
জেলা প্রশাসক আশরাফুর রহমাম জানান,এই উদ্যোগ শুধুমাত্র শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয় এটি একটি মানবিক ও নাগরিক দায়িত্ববোধের প্রতিফলন। ‘মুগ্ধ পানি কর্নার’-এর মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ এখন নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সহজ ও বিনামূল্য উৎস পাচ্ছেন। এটি নাগরিক কল্যাণ, শহীদ স্মরণ এবং তরুণ প্রজন্মের সৃষ্টিশীলতাকে বাস্তবমুখী রূপদানের এক অনন্য উদাহরণ।