দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক বেদনার সময়। সে সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নেত্রকোনার কলমাকান্দার চার তরুণ গুলিতে প্রাণ হারান। এক বছরের ব্যবধানে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে।

কলমাকান্দা উপজেলার শহীদরা হলেন- কৈলাটী ইউনিয়নের শহীদ আহাদুন, সদর ইউনিয়নের শহীদ আব্দুল আল মামুন, বড়খাপন ইউনিয়নের মো. সোহাগ মিয়া ও রংছাতী ইউনিয়নের মেহেদী হাসান (দাফন ঢাকায়)।

তাঁদের মধ্যে শহীদ মেহেদী হাসানকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় দাফন করা হলেও, বাকি তিন শহীদের সমাধিস্থল রয়েছে কলমাকান্দায়।

আজ (মঙ্গলবার) শ্রদ্ধা নিবেদনের সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম ও কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম।

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, বলেন, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো এই তরুণেরা শুধু কলমাকান্দার নয়, পুরো জাতির অহংকার। তাঁদের রক্তে রঞ্জিত হয়েছে এই মাটি। আজ তাঁদের স্মরণে আমরা মাথা নিচু করি শ্রদ্ধায়।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদদের নাম ইতোমধ্যেই জাতীয় পর্যায়ের বিভিন্ন প্ল্যাটফর্মে সংরক্ষিত হয়েছে। স্থানীয়ভাবে তাঁদের নামে স্মৃতি স্তম্ভ নির্মাণ ও স্মরণোৎসব আয়োজনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version