কে. এম. সাখাওয়াত হোসেন: র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ও ভৈরব ক্যাম্প এর যৌথ আভিযানিক দল এবং কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত প্লাস্টিক তৈরীরর অভিযোগ তিন পলিথিন প্রস্তুককারক প্রতিষ্ঠাকে জরিমানা ও জরিমানাকৃত অর্থ আদায় করা হয়েছে।
এছাড়াও এ অভিযানে জরিমানাকৃত তিন প্রতিষ্ঠান হতে দুই হাজার ৯৪০ কেজি পলিথিন ও একশো কেজি পলিথিন তৈরীর কাঁচামাল জব্দ করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান ও ব্যক্তিদ্বয় হলেন- ভৈরব উপজেলার নিউটাউন এলাকার ‘এনটি প্যাকেজিং পলিথিন ফ্যাক্টরী এর মো. সিয়াম উদ্দিন ও ‘মদিনা প্যাকেজিং’ এর মো. হযরত আলী এবং আমলাপাড়া এলাকার ‘শেফা প্লাষ্টিক ফ্যাক্টরী’র মো. সুমন মিয়া।
নিষিদ্ধ ঘোষিত প্লাষ্টিক পলিথিন উৎপাদনের অভিযোগে ওই প্রতিষ্ঠান সমূহকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ি পৃথক পৃথকভাবে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন।
সোমবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানার র্যাবের মিডিয়া অফিসার।