দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ অর্থসহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত মাসের রবিবার (১৩ই জুলাই) বড়লেখা উপজেলার তেলিগুল গ্রামের জনৈক শামীম আহমদ কাউছারের বসতবাড়িতে চুরির ঘটনাটি ঘটে। চোর চক্র ঘরের তালা ভেঙে প্রবেশ করে আলমারির লকার ভেঙে নগদ টাকা, ইউএস ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

ঘটনার পরদিন সোমবার(১৪ই জুলাই) ভুক্তভোগী শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১২, ধারা ৪৫৪/৩৮০ দণ্ডবিধি)। ঘটনার পর থেকেই মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেনের তত্ত্বাবধানে বড়লেখা থানার একটি দল মাঠে নামেন তদন্ত শুরু করে। বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা এবং তদন্তকারী কর্মকর্তা এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়।

গতকাল রবিবার (৩রা আগস্ট) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে চোর চক্রের মূলহোতা শরীফ আহমেদ (২৪) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ আহমেদ সিলেটের বিয়ানীবাজার থানার খসিরবন হাতিরটিলা এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরও অপর দুই সহযোগীসহ সংঘবদ্ধভাবে চুরির বিষয়টি স্বীকার করে। শরীফের দেওয়া তথ্য মতে একটি ইয়ামাহা FZX মোটরসাইকেল (যা চুরির সময় ব্যবহৃত হয়েছিল) এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, “আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version