দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বরগুনা জেলা প্রতিনিধি :

পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা এখন আর কেবল সম্ভাবনার কথা নয় বরং এটি সময়ের দাবি। সেই দাবিকে সামনে রেখেই বরগুনায় অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক ইয়ুথ কপ ২০২৫ সম্মেলন। শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে একশনএইডের সহযোগিতায় জলবায়ু ভিত্তিক তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইটার্স, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক ও সোনার বাংলা ইয়ুথ ক্লাবের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইয়ুথ ক্লাইমেট এক্টিভিস্ট ইফতার ইমার উপস্থাপনায় সম্মেলনে বিশেষজ্ঞদের থিমেটিক আলোচনা, তরুণদের অভিজ্ঞতা ভাগাভাগির সেশন, দলীয় আলোচনার মাধ্যমে সুপারিশমালা প্রস্তুত ইত্যাদি পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বরগুনার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গৌতম চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সিবিডিপির প্রধান নির্বাহী জাকির হোসেন মিরাজ, সংগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী মুনির হোসেন।

এসময় বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুব আলম মান্নু, ব্রাইটার্সের ডিরেক্টর সোহানুর আমিন, ক্লাইমেট এক্টিভিস্ট সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, মালেক মিঠু, শাহ আলী, ইয়ুথ ক্লাইমেট এক্টিভিস্ট সাংবাদিক মহিউদ্দিন অপু, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না, দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ইবরার হোসেন নিঝুম, সোনার বাংলা ইয়ুথ ক্লাবের সভাপতি হেদায়েতউল্লাহ, ছাত্র নেতা মুহিদ নিলয়, আলোকচিত্রী আরিফুল মুরাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা, সংকট, অভিযোজন পদ্ধতি ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়ে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।

বিশেষ করে নারী, শিশু ও তরুণদের ওপর। অথচ নীতিনির্ধারণী আলোচনায় তাদের অংশগ্রহণ এখনো অপ্রতুল। ইয়ুথ কপ ২০২৫ সেই সীমাবদ্ধতা ভাঙার একটি সাহসী উদ্যোগ। ফুলঝুরি ইউনিয়নের রিয়াদুল ইসলাম নামের এক অংশগ্রহনকারী বলেন, বর্ষা এলেই আমাদের ঘর-বাড়ি ডুবে যায়, ফসল নষ্ট হয়, শিক্ষা বিঘ্নিত হয়। কিন্তু আমাদের কথা নীতিনির্ধারকরা শুনছেন না।

আজকের এই সম্মেলন আমাদের মতামত পৌঁছে দেওয়ার একটি সুযোগ তৈরি করেছে। দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ইবরার হোসেন নিঝুম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত বরগুনায় এই সম্মেলনের মূল লক্ষ্য ছিলো বরগুনার তরুণদের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন করে দক্ষতা উন্নয়নের মাধ্যমে জলবায়ুবান্ধব নেতৃত্ব গড়ে তোলা এবং নীতিনির্ধারকদের সঙ্গে তাদের সেতুবন্ধন তৈরি করা।

গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না বলেন, এই সম্মেলনের মাধ্যমে তরুণরা কেবল নিজেদের মধ্যে সংযোগ তৈরি করেনি বরং জলবায়ু বিষয়ে ভাবতে, প্রশ্ন তুলতে ও সমাধান খুঁজতে উদ্বুদ্ধ হয়েছে। জলবায়ু পরিবর্তন এখন আর কেবল বৈজ্ঞানিক বা রাজনৈতিক আলোচনা নয়। এটি হয়ে উঠেছে তরুণদের জীবন ও ভবিষ্যতের প্রশ্ন। উল্লেখ্য, এই আঞ্চলিক সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৯টি ফোকাস গ্রুপ আলোচনা ও ৪টি কী-ইনফরম্যান্ট ইন্টারভিউ পরিচালিত হয়।

এসব আলোচনায় স্থানীয় যুবদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাদের লড়াই, অভিযোজন কৌশল এবং নেতৃত্বের ইচ্ছাশক্তি উঠে আসে। শেষাংশে অংশগ্রহণকারীরা বরগুনায় জলবায়ু প্রতিশ্রুতিতে জলবায়ুবান্ধব জীবনযাপন, সচেতনতা ছড়িয়ে দেওয়া, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক জলবায়ু নীতিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো করার অঙ্গীকার করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version