ইবি প্রতিনিধি:
নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, ছাত্রসংসদ গঠন, সাজিদ আবদুল্লাহ’র মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।
শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ করেন।
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও শিবির নেতা রাশেদুল ইসলাম রাফি, সৈয়দ আবসার নবী হামযা, হাসানুল বান্না অলিসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে ‘যদি না হয় সংস্কার, এই প্রশাসন কি দরকার’, ‘জুলাইয়ের প্রশাসন, নিশ্চিত করবে আবাসন’, ‘ইবিতে ছাত্র সংসদ, নিশ্চিত কর করতে হবে’, ‘নাপা কেন্দ্রের ডাক্তার, করতে হবে সংস্কার’, ‘করতে সনদ উত্তোলন, শিক্ষার্থীদের যায় জীবন’—সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, জুলাই বিপ্লবের এক বছর পার হতে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংস্কারের কোন কার্যক্রম আমাদের চোখে পড়ে নাই। আমরা ভেবেছিলাম জুলাইয়ের পরে আমাদেরকে আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না, সার্টিফিকেট উত্তোলন করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হবে না, নাপা কেন্দ্রখ্যাত চিকিৎসাকেন্দ্রকে সংস্কার করা হবে, ওয়ালিউল্লাহ আল মুকাদ্দাস ভাইকে ফেরত দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন শিক্ষার্থীদের এসব মৌলক দাবি বাস্তবায়ন করতে পারে নাই। ক্যাম্পাস কতটা অনিরাপদ হলে পুকুরে আমাদের ভাই লাশ পাওয়া যায়! আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা ক্যাম্পাস সংস্কারে মনোযোগ দিন। শিক্ষার্থীদের যত সমস্যা আছে সেগুলো সমাধান করুন।