জুলাই ঘোষণাপত্র আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান।
এদিকে উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে চব্বিশের ৩৬ জুলাই আন্দোলনে শিল্পীদের রাজপথে ভূমিকা তুলে ধরেন।
তার পোস্টে বলা হয়েছে, ‘হত্যার বিচার ও চলমান দমন-পীড়ন বন্ধের দাবিতে রাজপথে নামেন শিল্পীরা। সকাল ১১টায় সংসদ ভবনের সামনে মানববন্ধনের পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও খামারবাড়ি মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথ আটকে দেয়। বাধা পেরিয়ে বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে তারা পৌঁছান ফার্মগেট, যেখানে ব্যানার হাতে দাঁড়িয়ে রাজপথেই প্রতিবাদ চালিয়ে যান।’