কে. এম. সাখাওয়াত হোসেন: মাদরাসা পড়ূয়া নাবালিকা ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফূসলিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মাওলানা আবরারুল হককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান র্যাবের মিডিয়া কর্মকর্তা।
এরআগে গত বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক রাত ১টার দিকে র্যাব-১৪ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল মাওলানা আবরারুল হককে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গত ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে মাওলানা আবরারুল হক মাদরাসা পড়ূয়া নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকায় আজ্ঞানামা এক বাসায় নিয়ে যান। সেখানে অবস্থানকালে বিয়ের প্রলোভনে জোরপূর্বখ ধর্ষণ করেন। এর দুদিন পর গত ২৩ এপ্রিল সকাল বেলা ভুক্তভোগীকে তার বাড়ির পাশে রেখে কৌশলে পালিয়ে যান মাওলানা আবরারুল হক।
র্যাব আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপরতা শুরু করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।