নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবিয়া আলী ঐক্যর ডাক দেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী’র বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করা এবং বিভাজন ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক তরুণ দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহিদের সঞ্চালনায় আগিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুক্কু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবিয়া আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন, দলের বৃহত্তর স্বার্থে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এখনই সময়। পূর্বধলা উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিভাজন দলের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ। এই বিভাজন দূর করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এই সভার মাধ্যমে উপজেলা বিএনপিতে নতুন করে ঐক্যের সূচনা হবে এবং দলটি আরও শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়াতে পারবে।
উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় তাদের মতামত তুলে ধরেন এবং দলের মধ্যেকার সমস্যাগুলো অকপটে স্বীকার করেন। অনেকেই ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ভবিষ্যতে দলের স্বার্থে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান বিশ্বাস, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দর্পণ, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, আগিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা পূর্বধলা উপজেলা বিএনপির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।