নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এরশাদ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তোফাজ্জল হোসেন তুহিন।
গত ৭ জুলাই বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপনের স্বাক্ষরিত প্যাডে ৩১ সদস্যবিশিষ্ট নাগরপুর উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবনির্বাচিত সভাপতি মো. এরশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন বলেন, “আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখা এই অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সকলকে সমানভাবে আইনগত সহায়তা প্রদান করবে।
পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে।কমিটি গঠনের মাধ্যমে আস্থা রাখায় টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি ও সম্পাদক। একইসাথে তারা সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।