দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদারকে সভাপতি ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সংগঠনটির সদ্য বিদায়ী আহ্বায়ক শিমুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মো. তাওহীদ হাসান, নওশীন পর্ণিনী সুম্মা, শাকিব ইবনে হায়দার, শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি, মো. আশিকুল ইসলাম, আব্দুল আজিজ, সায়েদ আফ্রিদি, ইকরামুল কবির, সাংগঠনিক সম্পাদক, আজাদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষ দাস ও অর্থ সম্পাদক মনিরুজ্জামান তুহিন এবং সহ-অর্থ সম্পাদক বুরহান উদ্দিন।

এ ছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল জুবায়ের, সহ-দপ্তর সম্পাদক মো. খায়রুজ্জামান, প্রচার সম্পাদক আবিদ হাসান ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল্লাহ আল যুবায়ের, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. আতিকুর রহমান সাজু, আইন বিষয়ক সম্পাদক, মো. আবু শোয়াইব, সহ-আইন বিষয়ক সম্পাদক, ডি.এম. আবু হানিফা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, সহ-শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক নয়ন পারভেজ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দীন, নারী বিষয়ক সম্পাদক আফরিন রেখা, সহ-নারী বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ামিন হুসাইন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাতুল করিম শুচি, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদ হুসাইন ও তৃপ্তি লতা ঘোষ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ফারদিন মোহাম্মদ, সাহেদ ইসলাম, কানিজ ফাতিমা অনন্যা, তানমিন জাহান তুর্জা, মো. সানোয়ার হোসেন ও নিশাত তাসনিমকে মনোনীত করা হয়েছে।

নবমনোনীত সাধারণ সম্পাদক ফাহিম মাহমুদ বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাকিব বাবু চাকলাদার বলেন, ‘ধন্যবাদ জানাই যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যকে আমাকে এই মহান দায়িত্বে নির্বাচিত করার জন্য। আমি শিক্ষার্থীদের কল্যাণে স্বচ্ছতা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রাখবো। এক্ষেত্রে সমিতির সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি। আমরা একসাথে এগিয়ে যাবো, যশোরের গৌরব, সম্মানকে আরও সমুন্নত করবো।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version