নিজস্ব প্রতিবেদক: “বাঁধ রক্ষা মানেই জীবিকা রক্ষা”, “বাঁধ রক্ষা মানেই ভবিয্যত রক্ষা” এবং “বাঁচাও আমাদের ফসলি জমি, বাঁচাও আমাদের বসতবাড়ী, বাঁধ ভেঙ্গে গেলে সব হারাবে হাজারো পরিবার, বন্যায় ভেসে যাবে গ্রাম, জমি যাবে পানির নিচে” ব্যানারে এমন বাক্য লিখে মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হরিপুর এলাকায় ‘মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটি’র আয়োজনে ‘নাজিরপুর’ ও ‘কৈলাটী’ ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচী পালন করা হয়।
এতে মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটির উপদেষ্টা ডা. মোফাক্কারুল ইসলাম, সভাপতি আলাল উদ্দিন আলাল, সদস্য সচিব মাসুদ পারভেজ সালমান, হারুন মন্ডল, হযরত আলী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম নিরব, আমিরুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নদী খননের বিপক্ষে আমরা নই। কলমাকান্দা ও দুর্গাপুরের অনেক নদী নাব্যতা হারিয়েছে। সেই নদীগুলোকে খনন না করে একটি খাল খননের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা চলছে এবং এ এলাকার মানুষকে পঙ্গু করার পাঁয়তারা করছে এর তীব্র নিন্দা ও জানাই।
এ বাঁধে কেউ হাত দেওয়ার দৃষ্টতা দেখানো চেষ্টা করে তাহলে গ্রামের হাজার হাজার মানুষ নিয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। জীবন রক্ষার্থে এই বাঁধ রক্ষা করবো, বুকের তাজা রক্ত দিয়ে হলেও মাজিবাড়ী বাঁধ রক্ষা করার কথা জানান বক্তারা।