দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নওগাঁ প্রতিনিধি:

“সহযোগিতার মাধ্যমে টেকসই জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (ফেইজ-২) এর প্রকল্প অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের হোটেল আয়োজনে আলো (এ্যাসিস্ট্যান্স ফর ল্যান্ডলেস অর্গানাইজেশন) ও এমসিসি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এমসিসি বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ উৎ. এৎবমড়ৎু ঠধহফবৎনরষঃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন কর্মশালা উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খলিলুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মু. জাবেদ ইকবাল, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং উপকারভোগী প্রমুখ।

কর্মশালায় মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন আলো সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাসুদুর রহমান এবং প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। আলো সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাসুদুর রহমান জানান চার বছর মেয়াদী এই প্রকল্পটি খরা-প্রবণ বরেন্দ্র ভূমি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ও এনায়েতপুর ইউনিয়নের ৭২০টি দরিদ্র ও প্রান্তিক পরিবারকে লক্ষ্য করে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের লক্ষ হচ্ছে “দক্ষতা বৃদ্ধি ও বিকল্প জীবিকায়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরা” এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের খাদ্য উৎপাদন সক্ষমতা বাড়ানো, নারী ও যুবদের বিকল্প জীবিকায় যুক্ত করা এবং স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ সচেতনতা তৈরি করা হবে।

জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ, নারীর আয়মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, যুবদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান, অপুষ্ট শিশুদের পুষ্টি সহায়তা, ওয়াশ ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি সহ পারিবারিক ও সামজিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করা হবে।   কর্মশালায় গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর আলোচকবৃন্দরা বিভিন্ন মতামত প্রদান করেন। বক্তারা প্রকল্পের লক্ষ্য ও উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ধরণের উদ্যোগ আরো বড় পরিসরে বাস্তবায়নের মাধ্যমে জেলার বিকল্প জীবিকায়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version