জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
এ উপলক্ষ্যে টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ঠান্ডার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, দুরমুট ইউনিয়নের সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপুসহ স্থানীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।