দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও মেডিকেল ক্যাম্প হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ও নেত্রকোনা মেডিকেল কলেজের আয়োজনে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে এই কর্মসূচী উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল হাসান নোমান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরামুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলাতানা নুপুর, সদর হাসপাতালের আরএমও ডা. মাজারুল আমীনসহ আরো অনেকে।

আয়োজকরা জানান, রক্তদান একটি মহৎ উদ্যোগ, যা অন্যের জীবন বাঁচাতে পারে। এটা গণসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে, যা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজে দেবে।  

দিনব্যাপী এই কর্মসূচীতে রয়েছে, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিক পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান।

নেত্রকোনার ছাত্রসমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বাস্থ্যকর্মীরা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version