দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ভোলা প্রতিনিধি “

একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা।

রোববার (২৭ জুলাই) সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৭০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংস্থার সভাপতি ফরহাদ হোসেন বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আজকের এই উদ্যোগ।”

সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, “গাছ শুধু পরিবেশ নয়, অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, এই উদ্যোগ যেন সামাজিক আন্দোলনে রূপ নেয় এবং সবাই নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগান।” স্থানীয় বাসিন্দারাও এ কর্মসূচিকে স্বাগত জানান এবং নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version