নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মো. রফিকুল ইসলাম শামীম (৩৮) নিখোঁজ হওয়ার ২৪ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে।
রবিবার (২৭ জুলাই) মামলা দায়ের এর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. মিজানুর রহমান।
এরআগে গত শুক্রবার দিবাগত রাতে নিখোঁজ শামীমের বড় ভাই সাইফুল ইসলাম (৪০) বাদী হয়ে কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে কাঁচা রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন শামীম। এসময় তাকে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী।
অপহরণ, হত্যা চেষ্টা, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলাটি দণ্ডবিধির ৩৬৪/৫০০/৫০৬(২)/৩৪ ধারায় রুজু হয়। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মুহম্মদ নজরুল ইসলামকে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে কেন্দুয়া থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।
উল্লেখ্য, রফিকুল ইসলাম শামীম নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়ভাবে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালিত হয়েছে।