দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকির অভিযোগ উঠেছে সহ-সমন্বয়কের বিরুদ্ধে। তবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মানহানির দাবি তুলে পাল্টা অভিযোগপত্র দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক গোলাম রব্বানী।

জানা যায়, গত ২৬ জুলাই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া সহ-সমন্বয়ক গোলাম রব্বানীর বিরূদ্ধে হোয়াটসঅ্যাপে কল দিয়ে হুমকির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

এদিকে রবিবার(২৭ জুলাই) বুরহান মিয়ার বিরুদ্ধে
মানহানির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টা লিখিত আবেদন দেন সহ-সমন্বয়ক গোলাম রব্বানী। অভিযোগপত্রে তিনি বুরহান মিয়ার বিচারও দাবি করেন।

অভিযোগপত্রে গোলাম রব্বানী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া (রোলঃ ১৯১৮০১৪, রেজিস্ট্রেশনঃ ১৩২২) আমার বিরুদ্ধে একটি হুমকির অভিযোগ দিয়েছে। এটি পুরোপুরি মিথ্যা যা আমার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন এবং হাজার হাজার শহীদকে ধারণ করা সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি ঘৃণ্য ষড়যন্ত্র।

অভিযোগপত্রে তিনি আরও বলেন, আমি আমার পরিচয় দিয়ে এবং নিজ নম্বর থেকেই কয়দিন আগে কল দিয়েছিলাম একটা ব্যক্তিগত প্রয়োজনে। আমি যদি হুমকিই দিতাম তাহলে নিজ পরিচয় প্রকাশ করে এবং নিজ নম্বর থেকে তো দেওয়ার কথা না, এটা তো পুরোপুরি স্পষ্ট। তারপর থেকে তার সাথে এখন পর্যন্ত আমার আর কোন কথা হয়নি। তার অভিযোগ পত্রটিতে মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মান নষ্ট করেছে।

অভিযোগ পত্রে আরও বলেন, বুরহান মিয়া আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার সম্মান ক্ষুন্ন করেছে এবং হেয় করেছে সবার নিকট। আমি এর বিরোধিতা করি এবং এর শাস্তি কামনা করছি।

উল্লেখ্য, গত শনিবার বুরহান মিয়া সহ-সমন্বয়ক গোলাম রব্বানীর বিরূদ্ধে হুমকির অভিযোগ তুলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে বলা হয়, গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে এক মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কলদাতা পরিচয় গোপন রেখে বলেন “তুমি ক্যাম্পাস থেকে সরাসরি পাশ করে বের হতে পারবা না। তুমি কোথায় থাকো, কার সাথে থাকো (তোমার ভাবী ও দেড় বছরের ভাতিজা)—সব আমি জানি। সাবধানে থাকো, কখন কী হয় বলা যায় না।’

অভিযোগে তিনি আরও বলেন, অভিযুক্ত রব্বানী মিথ্যাভাবে বুরহানকে নিষিদ্ধঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর সাথে সম্পৃক্ত বলেও অপপ্রচার করেন, যা তার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার প্রতি সরাসরি আঘাত।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন,
‘আমরা অভিযোগপত্র হাতে পেয়েছি। গতকাল ও আজকের অভিযোগের বিষয় নিয়ে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা মিলে আলোচনায় বসবো।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version